Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিহাস মিশন ভিশন ও কার্যাবলি

 

বাণিজ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ খ্রিস্টাব্দে বাণিজ্য মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়। ১৯৮১ খ্রিস্টাব্দে বাণিজ্য মন্ত্রণালয়কে বাণিজ্য বিভাগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগ নামে দু’টি বিভাগে বিভক্ত করা হয়। ১৯৮২ খ্রিস্টাব্দে শিল্পের সাথে একীভূত হয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময় বাণিজ্য বিভাগ, শিল্প বিভাগ এবং পাট বিভাগ এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দ থেকে বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে পুনঃকার্যক্রম শুরু হয়।   

সরকারি কার্যপ্রণালী বিধিতে বাণিজ্য এবং বাণিজ্যর সাথে সম্পর্কিত ৩১ ধরণের কাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়েছে। এ কাজগুলো মূলতঃ অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য চলমান রাখা এবং সম্প্রসারণে সহায়তা, আমদানি বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখা, পণ্য ও সেবা রপ্তানির বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ ও রপ্তানির স্বার্থে  দরকষাকষি করা, ব্যবসা সংক্রান্ত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি সম্পাদন, পণ্যের ট্যারিফ নির্ধারণ, বাণিজ্য সংক্রান্ত গবেষণা কার্যক্রম, তথ্য-উপাত্ত সংরক্ষণ, বিসিএস (ট্রেড) ক্যাডার কর্মকর্তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইত্যাদি। বাণিজ্য মন্ত্রণালয়ের উপর অর্পিত এ সকল কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েকটি অধীনস্থ দপ্তর/সংস্থা রয়েছে। এগুলো হচ্ছেঃ

  • রপ্তানি উন্নয়ন ব্যুরো
  • বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
  • আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
  • জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
  • যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের নিবন্ধকের কার্যালয়
  • বাংলাদেশ চা বোর্ড
  • ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
  • বাংলাদেশ ট্যারিফ কমিশন
  • বিজনেস প্রমোশন কাউন্সিল
  • কম্পিটিশন কমিশন
  • বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট
  • দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টস অব বাংলাদেশ
  • দি ইনস্টিটিউট অব চার্টাড এ্যাকাউন্টস অব বাংলাদেশ

রূপকল্প :  বিশ্ব বাণিজ্যে উল্লেখযোগ্য প্রতিযোগিতামূলক অবস্থান সৃষ্টি।

অভিলক্ষ্য: ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি,বাণিজ্য পদ্ধতির সহজীকরণ,রপ্তানি বৃদ্ধিতে সহায়তা প্রদান,রপ্তানি পণ্য ও বাজার বহুমূখীকরণ,বৈদেশিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা।

দায়িত্বাবলি :  কার্যবিধিমালা, ১৯৯৬ অনুসারে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য কার্যবণ্টনের অধীনে নিম্নোক্ত দায়িত্বসমূহ অর্পণ করা হয়েছে –

  • Promotion and regulation of internal commerce.
  • Commercial intelligence and statistics and publications thereof.
  • Companies Act, Partnership Act, 1932, Societies Registration Act, 1860 and the Trade Organisations Ordinance,1961.
  • Control and Organisation of Chamber of Commerce.
  • Price Advising Boards.
  • Accountancy including Chartered Accountancy.
  • Cost and management Accountancy.
  • Matter relating to vested and abandoned commercial properties.
  • Commercial Monopolies.
  • Price Control.
  • Export policies including protocols, treaties agreements and conventions bearing on trade with foreign countries.
  • Review export policies and programmes.
  • Regulation and control of import trade and policies thereof.
  • Trade delegation to and from abroad, overseas trade, exhibitions and trade representation in consultation with the Ministry of Foreign Affairs.
  • Purchase and supply of internal and external stores.
  • Transit trade through Bangladesh.
  • State Trading.
  • International Commodity Agreements .
  • Export promotion including administration of export credit guarantee scheme.
  • Tariff commission, tariff policy, tariff valuation, commonwealth tariff Preference, general and international agreements on tariff.
  • International trade organization including UNCTAD and GATT.
  • European Economic Community.
  • Quality control, standardization and marking of the agricultural products/animals products for the purpose of export.
  • Administration of Commercial Wings in Bangladesh missions abroad and appointment of officers and staff thereof.
  • Administration of B.C.S (Trade).
  • Secretariat administration including financial matters .
  • Administration and control of subordinate offices and organizations under this Ministry.
  • Liaison with International Organizations and matters relating to treaties and agreements with other countries and world bodies relating to subjects allotted to this Ministry.
  • All laws on subjects allotted to this Ministry.
  • Inquiries and statistics on any of the subjects allotted to this Ministry.
  • Fees in respect of any of the subjects allotted to this Ministry except fees taken in courts.